Top News

ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলেন হানিয়া আমির


 গতকাল বিকেলে ঢাকায় অবতরণ করেন পাকিস্তানের জনপ্রিয় নায়িকা হানিয়া আমির। বিমানবন্দরে নেমেই ভক্তদের ভিড়ে একবার বিব্রত হলেও মিষ্টি হাসি দিয়ে সবার দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। নিরাপত্তাজনিত কারণে তেমন বেশি সময় ভক্তদের সাথে কাটাতে পারেননি, দ্রুত গাড়িতে উঠে চলে যান গুলশানের একটি অভিজাত হোটেলে।

সারাদিনের যাত্রা আর ব্যস্ততার পর হোটেল রুমে ঢুকেই ক্লান্ত হয়ে পড়েন হানিয়া। লাগেজ খোলারও সময় পাননি, শুধু হাতে ছোট ব্যাগ থেকে ফেসওয়াশ আর স্কিন কেয়ার বের করে ফ্রেশ হয়ে নেন। এরপর জানালার পাশে বসে ঢাকা শহরের রাতের আলো দেখছিলেন কিছুক্ষণ। মধ্যরাতে হালকা ডিনার সেরে তিনি ঘুমিয়ে পড়েন।

আজ সকালে ঘুম থেকে উঠেই সূর্যের আলোতে প্রথমেই জানালা খুলে দিলেন। পাখির ডাক আর শহরের ব্যস্ততার শব্দ তার কানে পৌঁছাল। একটু স্ট্রেচ করার পর সরাসরি ওয়াশরুমে চলে যান ফ্রেশ হতে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন— “ঢাকা, আজ তোমাকে নতুন করে আবিষ্কার করবো।”

এরপর শুরু হলো তার দিনের প্রস্তুতি— চুল বাঁধা, হালকা মেকআপ, আর নাস্তার টেবিলে কফি অর্ডার। সামনে তার ভক্তদের সঙ্গে দেখা করার, আর হয়তো কোনো মিডিয়া ইভেন্টে যোগ দেওয়ার পরিকল্পনা আছে।

Post a Comment

নবীনতর পূর্বতন