Top News

পচন ধরেছে মেহের আফরোজ শাওনের লাউয়ে, খুজছেন দক্ষ চাষি


 জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন সম্প্রতি একটি অদ্ভুত বিপাকে পড়েছেন। নিজের ছাদবাগানে চাষ করা লাউ হঠাৎ করেই পচে যেতে শুরু করেছে। প্রথমে ভেবেছিলেন স্বাভাবিক সমস্যা, কিন্তু দিন যত গড়াচ্ছে ততই লাউয়ের গোড়ায় ও পাতায় রোগ ছড়িয়ে পড়ছে।

শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে লেখেন—

“আমার যত্নে বড় হওয়া লাউগুলো হঠাৎ করে ঝিমিয়ে পড়ছে। একটা দুটোতে পচন ধরেছে। এত কষ্ট করে পানি দিয়েছি, সার দিয়েছি, তবু কেন এমন হলো বুঝতে পারছি না। যদি কোনো দক্ষ চাষি থাকেন, দয়া করে সাহায্য করুন।”

খবর ছড়িয়ে পড়তেই কৃষিবিদ থেকে শুরু করে নেটিজেন পর্যন্ত সকলে নানা মন্তব্য করতে থাকেন। কেউ পরামর্শ দেন জৈব সার ব্যবহার করতে, কেউ বলেন ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তবে অনেকে আবার মজা করে মন্তব্য করেছেন—

“আপনার গানের মতোই লাউয়েও আবেগ ঢেলে দিয়েছেন, কিন্তু প্রকৃতি হয়তো একটু অভিজ্ঞ চাষির হাত চাইছে।”

Post a Comment

নবীনতর পূর্বতন