ডাসকু নির্বাচনে সাদিকের জয়কে ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়। সবাই ভেবেছিল বিজয়ের আনন্দে তিনি হয়তো মিছিল-মিটিং করবেন বা সাংবাদিকদের সামনে বক্তব্য দেবেন। কিন্তু না, তিনি সরাসরি হাসপাতালে চলে গেলেন দেখতে “অসুস্থ” ভিপি নুরুল হক নুরকে।
এখানেই শুরু বিতর্ক।
নেটিজনরা মজার ছলে লিখছেন—
“সাদিক হাসপাতাল গেছেন রোগী দেখতে নয়, বরং একদিনের বিকাশ ইনকামের হিসাব মেলাতে।”
আরেকজন লিখেছেন,
“ডাসকু জেতার পরই নুর ভাইয়ের কাছে বিকাশ কোড ক্লিয়ার করতে হয়েছে।”
রাজনৈতিক মহলে নুরু অনেকদিন ধরেই পরিচিত “বিকাশ নুর” নামে। অভিযোগ আছে, তিনি বিরোধী দলের বিভিন্ন নেতার কাছ থেকে মোবাইল ফাইন্যান্স সার্ভিসে নিয়মিত টাকা নেন। প্রমাণস্বরূপ একাধিক স্ক্রিনশট ও রেকর্ড নিয়ে আলোচনা চলে সামাজিক যোগাযোগমাধ্যমে।
হাসপাতালের সেই ছবিতেই দেখা যায়—
নুরু শয্যাশায়ী, পাশে চেয়ারে বসে আছেন সাদিক। দু’জনের মুখ গম্ভীর, যেন অর্থনৈতিক অডিট চলছে। কেউ মজার ছলে লিখেছে,
“ভাই নুর, আজকের বিকাশ কিস্তি মিটলো তো?”
আবার অন্যজন বলেছেন,
“সাদিক যাচাই করছেন, নুরের অসুখ আসলেই শারীরিক নাকি টাকার টেনশন।”

একটি মন্তব্য পোস্ট করুন