Top News

হায় আল্লাহ: আমি যদি আসিফ নজরুল হতাম - ইবলিশ


 গভীর রাত। চারদিক নিস্তব্ধ, কেবল ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যায়। রাজধানীর উপকণ্ঠে পুরনো এক ভগ্নপ্রায় মসজিদের আঙিনায় বসে আছেন ক্রেজি ক্যাপশনের সিনিয়র সাংবাদিক জয়নাল। হঠাৎ বাতাস কেঁপে ওঠে, চারপাশ অন্ধকার হয়ে যায়। কেমন এক ভয়ঙ্কর ছায়া ধীরে ধীরে তার সামনে আবির্ভূত হলো। মুখটা অচেনা হলেও ভেতরের কণ্ঠস্বর যেন যুগ যুগ ধরে মানুষের কানে ফিসফিস করে এসেছে।

জয়নাল সাহস সঞ্চয় করে বললেন,

কে বাড়া? 

ওপাশ থেকে শব্দ এলো আমি ইবলিশ,তোমার সাথে গল্প করতে এসেছি, তুমি কি আমার সাথে গল্প করবে?

জয়নাল বললো ওকে,

 বলুন তো, দেশে এত রাজনৈতিক অস্থিরতা কেনো হচ্ছে? মানুষ দিশেহারা, দলগুলো বিভক্ত, সাধারণ মানুষ কষ্টে আছে। এর পেছনে আসল কারণ কী?"

ইবলিশ প্রথমে রহস্যময় হাসি দিলো, তারপর বললো,

"হায় আল্লাহ! আমি যদি আসিফ নজরুল হতাম! তাহলে একেকটা টকশোতে এমন বিশ্লেষণ দিতাম যে সব নেতা-কর্মী চুপ হয়ে যেতো। সবার সমস্যা দূর করে দিতাম এক কলমে।"

জয়নাল হতবাক হয়ে তাকালেন,

"মানে? আপনি কি আসলেই সমাধান জানেন?"

ইবলিশ আরো  বললো,

"মানুষ রাজনীতি করে নিজের স্বার্থে, দল করে ক্ষমতার জন্য। কিন্তু আসিফ নজরুল হলে আমি দেখিয়ে দিতাম, কীভাবে তত্ত্ব আর বিশ্লেষণ দিয়ে মানুষকে জাগানো যায়। আমার কণ্ঠে থাকতো বিদ্রোহ, লেখায় থাকতো ঝড়। নেতাদের ভণ্ডামি আর জনগণের কষ্ট তুলে ধরলে অন্তত মানুষ বুঝতো, শয়তান নয়—মানুষই মানুষের সমস্যা সৃষ্টি করছে।"

Post a Comment

নবীনতর পূর্বতন