Top News

অডিয়েন্সের মতো জোরে ওওও চিৎকার করতে না পারায় সানিয়াকে ডিভোর্স দিলেন রাফসান


 

বৃহস্পতিবার রাত কারো জীবনে শ্রেষ্ঠ রাত, কারো জীবনে একটি কালো রাত, বৃহস্পতিবার সেই কালো রাতের সম্মুখীন হয়েছেন কালো রাসফান।  সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসের মাধ্যমে নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানান ‘হোয়াট অ্যা শো’ খ্যাত দেশের জনপ্রিয় এ উপস্থাপক। তিনি জানান, সানিয়া এশার সঙ্গের ৩ বছরের সম্পর্কের ইতি টেনেছেন।


সেই স্ট্যাটাসে রাফসান লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, মাসের পর মাস একই রাগ অভিমান নিয়ে সংসার এগিয়ে নিয়ে যেতে তাকে নিজের সাথে অনেক বোঝাপড়া করতে হয়েছে, 

কি কারণে বিচ্ছেদ হলো জানতে চাইলে রাফসান সরাসরি সিসিকে জানান, 

শো'তে দর্শকের চিৎকার চ্যাঁচামেচির, ওওও ওওও'রতে আমি খুবি আসক্ত হয়ে পড়েছি, 

নিজের বউয়ের মুখেও এমন শব্দ শুনতে মন চায়, কিন্তু তার দ্বারা ওওও ওওও বলা হবে না বলে সাফ জানিয়েছেন আমাকে, 

তাই ভারাক্রান্ত মনে বিচ্ছেদের মতো সুন্দর একটি সিদ্ধান্তে পোঁছেছি আমরা। 

আমার শো'য়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। 


প্রতিবেদক: তাহসান মাহমুদ

1 মন্তব্যসমূহ

  1. জেফার ওওও করে সেজন্য জেফারের সাথে শুতে গেছে এটা কেন লিখলেনা? শুয়ার কোথাকার।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন