Top News

আল-জাজিরা কে ভিত্তিহীন বলায় সময় টিভি'র সাংবাদিক'কে জুতা পিটা


 কাতার নেটওয়ার্ক আল জাজিরা চ্যানেলে বাংলাদেশের মাফিয়া এবং তাদের সাথে জড়িত রাজনৈতিক নেতা এবং আইনের লোক জড়িত থাকার একটি এক ঘন্টার প্রতিবেদন প্রকাশ করেন আল জাজিরা,  এনিয়ে দেশে নানান তর্ক বির্তক হলেও এখনো এনিয়ে মুখ খুলেনি আইনের লোক কিংবা রাজনীতিবিদ'গন, তবে সময় টিভি একটি প্রতিবেদন তৈরি করেন যাতে আল জাজিরা'কে ভিত্তিহীন বলা হয়, এই খবর শুনে পাগলের মতো সাংবাদিক'কে খুঁজতে থাকেন বরিশালের মোনতাহার, বিকেলে মতিঝিলের রাস্তায় সময় টিভির সাংবাদিক'কে একা পেয়ে জুতা পিটা করেন মোনতাহার!



প্রতিবেদকঃ তাহসান মাহমুদ

Post a Comment

নবীনতর পূর্বতন