ভিডিও কলে কবুল বলার সময় মেয়েদের মতো কান্নায় ভেঙ্গে পড়লেন রাসেল


১৯ই সেপ্টেম্বর সন্ধ্যা নয় টায় শুরু হয় তার গোয়া হলুদ, শেষ হয় রাত ১ টায়, 
২০ই সেপ্টেম্বর দুপুরে সমস্ত আয়োজন সেরে ভিডিও কলে কবুল বলার সময় ঘটে এক অনাকাঙ্খিত ঘটনা যা রাসেলের পরিবার কিংবা কণে পক্ষের পরিবার সহজে মেনে নিতে পারেনি,
 ভিডিও কলে রাসেল কে পাজী সরি কাজী সাহেব কবুল বলতে বললে রাসেল হাউমাউ করে কেঁদে উঠে, 
তার কাঁদার কারণ জানতে চাইলে তিনি বলেন;
ছোট বেলা থেকে আমি কখনো হাঁস মুরগী বিড়াল কুকুর লালন পালন করি নাই, হঠাৎ করে বউ পালার দায়িত্ব আমার কাঁধে এসে পড়লো, যার এজন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না!  পরিশেষে বেশ স্বাচ্ছন্দ্যবোধ নিয়েই তিনি হাসি মুখে কবুল বলেন! 
সবাই রাসেল-তানিয়ার বিবাহ জীবনের জন্য প্রাণ ভরে দোয়া করবেন! 

বিঃদ্রঃ দোয়া না করলে শালা তোমার বিয়ে হবে না!

প্রতিবেদকঃ তাহসান মাহমুদ  

Post a Comment

নবীনতর পূর্বতন