বিয়ে,বৌভাত, মুসলমানি সহ বিভিন্ন অনুষ্ঠানে জাঁকজমক আয়োজন করা বাঙ্গালীদের রক্তে মেশা সেই সাথে একেক জেলায় একেক রকম ভাবে আপ্যায়ন সহ বিভিন্ন আইটেমের খাবার থাকে! সব জেলার মানুষ এসব স্বাভাবিক নিলেও ব্রাহ্মণবাড়িয়া মানুষ একটু ব্যাতিক্রম
তারা পেটভরে খাবারের পাশাপাশি লুকিয়ে পাঞ্জাবীর পকেটে করে বাসায় নেওয়া তাদের বংশগত স্বভাব! এ স্বভাবের দিক দিয়ে তারা দেশের সকল জেলাকে টক্কর দিয়ে এগিয়ে আছে!
প্রতিবেদক: রাসেল মাহমুদ

একটি মন্তব্য পোস্ট করুন