রিপোর্টের ভয়ে ফেসবুক পেজ আনপাবলিশড করে ফেললেন নোবেল!

নবী (সাঃ) এর শানে বেয়াদবি করার পর আমজনতার রিপোর্টের ভয়ে এবার নিজের ফেসবুক পেজ আনপাবলিশড করে ফেললেন নোবেল! গতকাল তার ফেসবুক পোস্টের কমেন্টবক্সে নবী (সাঃ) এর নামে অনুপযোগী মন্তব্য করে সমলোচনার সৃষ্টি করেন তিনি। এরপর তার এই অপকর্মের প্রতিবাদ স্বরূপ মানুষ তার বিচার চেয়ে বিভিন্ন গ্রুপ ও পেজে পোস্ট করতে থাকে এবং তার পেজে গিয়ে রিপোর্ট দিতে থাকে। এরপর তার পেজ হারানোর ভয়ে নিজের পেজই আনপাবলিশড করে দেন এই কভার আর্টিস্ট। এর আগে আজ সকাল ১০ টায় আমাদের ক্রেইজি ক্যাপশনে তার এই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ নিউজ প্রকাশ করা হয় এবং সেই নিউজের কমেন্ট বক্সে সবাই ক্ষোভ প্রকাশ ও তার শাস্তির দাবি করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন