শাওনের সিগারেট শেষ হয়ে গেলে
উপায় না পেয়ে বাপের প্যাকেটে থাকা লাস্ট সিগারেট নিয়ে খেয়ে ফেলে
খানিক পরে শাওনের বাবা আমজাদ (হারামজাদ)
সিগারেটের প্যাকেটে সিগারেট না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন !
হঠাৎ মনে পড়ে তার বংশের কুড়ালের কথা
সে শাওনের কাছে জানতে চায় সিগারেট কে নিয়েছে
শাওন উত্তেজিত হয়ে রাগ দেখাতে বাপের মুখের দিকে বুড়ো আঙ্গুল নিয়ে সোজা চলে যায়
দুজন মুখোমুখি হলে শাওনের মুখ থেকে সিগারেটের গন্ধ বেরিয়ে আসে !
অতঃপর আমজাদ জনসম্মুখে নিয়ে তার ছেলেকে জুতা পিটা করে !
এই বিষয়ে আমজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন
আমি চাইলে ঘরে জুতা পিটা করতে পারতাম
কিন্তু আমি চাই লোকে দেখুক বাবারা সর্তক হোক!!
ডেস্ক রিপোর্ট ঠাপসান, সিসি !
🤣🤣🤣🤣🤣🤣🤣
উত্তরমুছুন1 chor onno chor re cori korte mana kortase🐸
উত্তরমুছুন1 chor onno chor re cori korte mana kortase🐸
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন