Top News

ইয়াবা ট্যাবলেটের নাম নিয়ে মায়া বড়ি বিক্রি করায় গ্রেফতার - ২ জন

কালোবাজারিতে এক বিরাট অংশ দখল করে আছে মাদকব্যাবসায়ীরা! বড় বড় রাঘব বোয়াল থেকে শুরু করে সদ্য স্কুল পড়ুয়া বাচ্চা ছেলেও আজকাল জড়িয়ে পড়েছে এই ব্যাবসার সাথে! বেশিরভাগ মানুষই এই অসৎ ব্যাবসাটাকে নেয় পেশা হিসেবে! 

এই মাদক ব্যাবসায়ীদের ধরতে নানান ভাবে চেষ্টা করে যাচ্ছে আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী! গত বুধবার ঢাকার কালীগঞ্জ ব্রীজের নীচে ধরা পড়ে সাগর নামের এমনই এক মাদক চোরাচালানকারী। কিন্তু অন্যান্য কেসগুলোর থেকে এটা সম্পূর্ণ ভিন্ন! জানা গেছে ইয়াবার নাম করে মায়াবড়ি সাপ্লাই দেয়ার সময় পুলিশ আটক করে তাকে

পুরো ঘটনা তদারকি করার পর যেই ঘটনা আমাদের সামনে এসেছে সেই হিসেবে সাগর যার কাছে মায়াবড়ি বিক্রি করছিলো সে ছিলো পুলিশের গোয়েন্দা সদস্য!
বর্তমানে সাগরকে স্পেশাল সেল এ ডিম থেরাপি দেয়া হচ্ছে, ইয়াবার নামে মায়াবড়ি দেয়ার ঘটনায় আমরা তীব্রভাবে নিন্দা প্রকাশ করছি

প্রতিবেদক: সাকিব আজাদ 

Post a Comment

নবীনতর পূর্বতন