বাঙ্গালী সমাজে বড় ছেলে হচ্ছে পরিবারের একটা খুঁটির মতো, পরিবারে বাবার পরেই বড় ছেলেদের স্থান! পরিবারের ভরন পোষণ বেশিরভাগ সময়ই এই বড় ছেলের কাঁধে পড়ে, কিন্তু যদি সেই তথাকথিত খুঁটিটা হয় বেকার আর অকর্মা তখন?
হ্যা আজ আপনাদের এমনই এক ঘটনার বিস্তারিত বলবো! হাজীগঞ্জের আবুল কাশেম সাহেবের ৩ ছেলে যথাক্রমে - রাকিব, সোহাগ, ফাহিম! ছোট দুই ছেলে সোহাগ,ফাহিম ইন্টারের ছাত্র, কিন্তু বড়জন রাকিব স্নাতক শেষ করা বেকার! তার বাবা তাকে ডাকে অকর্মার ঢেঁকি বলে । কারন বেকার ছেলেকে কোনভাবেই তিনি মেনে নিতে পারছিলেন না
এবার তিনি সিদ্ধান্ত নিলেন বড় ছেলে রাকিব কে আর ঘরে বসিয়ে খাওয়াবেন না! তাই এবারের অনলাইনে গরুর হাটে তিনি নিজের একটা গরুর ছবি দিয়ে খদ্দের পাকাপোক্ত করার পর বস্তা ভরে রাকিবকে তাদের কাছে গরু হিসেবে পার্সেল করে দেন
এ ঘটনার ৭ দিন পর গত বুধবার রাকিবকে উত্তরার ড্রিম হলিডে পার্কের এক মাঠে ঘাস খাওয়া অবস্থায় দেখা গেছে!
প্রতিবেদক: সাকিব আজাদ
একটি মন্তব্য পোস্ট করুন