ঢাকা, ধানমন্ডি, ৫ ফেব্রুয়ারি:
ছাত্র সমাজের তীব্র প্রতিরোধ ও আন্দোলনের মুখে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই লোহার কাঠামো, ইট-পাথর, এবং কাঠের দরজাগুলোর খণ্ডিত অংশগুলো চারপাশে ছড়িয়ে পড়ে। রাত হতে না হতেই শহরের বিভিন্ন এলাকা থেকে শত শত ভাঙারিওয়ালা ছুটে আসেন।
ঐতিহাসিক ধ্বংসাবশেষে ব্যস্ত ভাঙারির হাট
ধানমন্ডির ৩২ নম্বরের সামনে এখন যেন এক বিশাল খোলা বাজার! যে বাড়িটির ইতিহাস ছিল গভীর, আজ সেখানে ভাঙারির দরকষাকষি চলছে পুরোদমে। কেউ দরজা-জানালার কাঠ কিনতে চায়, কেউ তুলে নিচ্ছে লোহার রড, আবার কেউ সিন্দুক বা আসবাবের অবশিষ্টাংশ নিয়ে যাচ্ছে কম দামে বিক্রির জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন