Top News

প্রেমিকা এনাদার কলে থাকায় মেটা ডাউন করে দিলেন যশোরের নাজমুল


 

যশোরের এক যুবকের বিস্ময়কর কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রেমিকা শিমুকে অন্য কারও সঙ্গে ফোনে কথা বলতে দেখে রাগের বশে তিনি দাবি করেন, বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা-র সেবা ডাউন করে দিয়েছেন। তার এই দাবি শুধু স্থানীয় পর্যায়ে নয়, সোশ্যাল মিডিয়াতেও হাস্যরসের খোরাক তৈরি করেছে।

ঘটনার শুরু:

নাজমুল নামে ওই যুবক সম্প্রতি লক্ষ্য করেন, তার প্রেমিকা শিমু প্রায়শই ফোনে কারও সঙ্গে গভীর আলাপ করছেন। বিষয়টি নাজমুলের সন্দেহ এবং রাগের কারণ হয়ে দাঁড়ায়। একসময় তিনি জানতে পারেন, শিমু অন্য একজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন। এ ঘটনায় ভীষণ রাগান্বিত হয়ে নাজমুল একটি কাণ্ড ঘটান যা তিনি নিজেই দাবি করেছেন—মেটার সেবা ডাউন করে দেওয়া।

ক্রেজি ক্যাপশন-এ স্বীকারোক্তি:

নাজমুল তার কৃতকর্ম নিয়ে নীরব ছিলেন না। তিনি জনপ্রিয় ফেসবুক পেজ ক্রেজি ক্যাপশন-এ কল দিয়ে নিজেই দাবি করেন, "আমি মেটার সিস্টেমে ঢুকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন করে দিয়েছি। এটা আমি শিমুকে শিক্ষা দেওয়ার জন্য করেছি।


Post a Comment

নবীনতর পূর্বতন