Top News

লাসিথ মালিঙ্গার ইয়র্কারে আহত জ্যাকলিন ফার্নান্দেজ


জ্যাকলিনের জন্ম শ্রীলঙ্কায় হলেও বড় হওয়া বেড়ে উঠা হয়েছে বলিউডেই, একের পর এক হিট সিনেমা দিয়ে জয় করেছেন কোটি ভক্তদের মন, সেই সাথে শ্রীলঙ্কায় জন্ম নেওয়া লাসিথ মালিঙ্গা যে বাইশ গজেই নিজেকে বিলিয়ে দিয়েছেন, বাইশ গজও তাকে দিয়েছেন জীবনের সেরা মূহুর্ত, দিয়েছেন শ্রেষ্ঠত্ব, 

সাম্প্রতিক; জ্যাকলিন তার ফেইসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি প্রকাশ করেন, একটিতে স্ট্যাম্প ফুটে উঠলে নিজেকে সামলাতে পারেন নি গতি দানব মালিঙ্গা, ছুড়ে মারেন একটি ইয়র্কার, ব্যাটসম্যান না থাকায় বলটি সরাসরি জ্যাকলিনের মাঝ বরাবর আঘাত করলে হসপিটালে ভর্তি হন জ্যাকলিন ফার্নান্দেজ!

আম্পায়ার; তাহসান মাহমুদ"  

Post a Comment

নবীনতর পূর্বতন