Top News

১৯৪ রানের টার্গেট ভয়ে ব্যাটিংয়ে নামছেন না বাংলাদেশ


 তৃতীয় টি-টোয়েন্টি তে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে, যেনো বাংলাদেশ ক্রিকেট উরুফে পাপন টিমকে ধুলায় মিশিয়ে দিতেই তাদের এই সিদ্ধান্ত, একের পর বাউন্ডারির মাধ্যমে দলীয় রান গড়েছেন পাহাড় সমতুল্য, বিশ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে একশো তিরানব্বই রান নিতে সক্ষম হন জিম্বাবুয়ে তবুও যেনো তাদের ব্যাট নারাজ, চায় আরো একটি ওভার!  

১৯৪ রানের টার্গেটে বেশ আতঙ্কিত বাংলাদেশ টিম, গোপন সূত্রে জানা যায় ভয়ে নামতে চাচ্ছে না পাপনটিম! 


সিসি প্রতিনিধি: তাহসান মাহমুদ, জিম্বাবুয়ে!   

Post a Comment

নবীনতর পূর্বতন