চারদিকের আত্মহত্যায় অতিষ্ঠ হয়ে তরুণীর আত্মহত্যা


 প্রত্যেকের জীবনে'ই নানান সমস্যা থেকে থাকে, জীবনে চলতে গেলে পায়ে কাটা বিঁধবে স্বাভাবিক, তাই বলে কেউ পা কেটে ফেলে না কিংবা জাতীয় মাছ ইলিশ খেতে গিয়ে অনেকের গলায় মাছের কাটা আটকে তাই বলে কেউ গলা কেটে ফেলে না!

প্রেম প্রত্যেকের জীবনেই আসে আমার জীবনেও এসেছে শুনলে অবাক হবেন, এক বার নয় দুই বার নয় কয়েকশো বার প্রেমে পড়েছি, এমন টা নয় কেবল একজন মানুষের প্রেমেই শ'খানেক বার পড়েছি, শ'খানেক মানুষ'ই ছিলো! আমার বন্ধু বান্ধব, বড় ভাই, সহপাঠী, সহকর্মী অনেকের সাথে কথা বলে জেনেছি তাদেরও একি অবস্থা, অনেক সময় অনেকের প্রেমে পড়েছেন!


চারদিকে বাতাশে আত্মহত্যার গন্ধ ভাসে, লোকজন ফেইসবুকে আত্মহত্যার আগে বড়বড় স্ট্যাটাস দিয়ে যান, চিঠির যুগ বদলে গেছে, আগের চিঠি গুলো কেবল পরিবারের লোকজন এবং আইনের লোকজন পড়ে তা সেখানেই শেষ করে ফেলতো, এখন আর তা হয়না, শেয়ার কিংবা ট্রলের হাত ধরে লেখা গুলো ছড়িয়ে পড়ে গণমাধ্যমে, 

আত্মহত্যার পক্ষে বিপক্ষে লোকই পাওয়া যায় কেউ বিষন্নতার দোহাই দিয়ে পাশে থাকে, কেউ মরগায়ামাদারসোদ বলে বিপক্ষে থাকে!

কিছু লোক কিছুই বলেনা শুধু দেখে, দেখে দেখে অতিষ্ঠ হয়, অনেকের লোভ জন্মায়! 

-Tahsan Mahmud  

Post a Comment

নবীনতর পূর্বতন