সোশ্যাল মিডিয়ায় বারংবার নিজের ছোট নদীতে সাগর দেখিয়ে সমালোচনা এবং বাংলার মিয়া খলিফার খেতাব অর্জন করে নিয়েছেন বরিশালের নদী আলভিরা। অশালীন নাচেও কোন অংশে কম নয় তিনি। টিকটকে রয়েছে তার অসংখ্য ভক্ত।
তবে গত বৃহস্পতিবার এক টিকটক ভিডিওর মাধ্যমে তিনি তার ভক্তদেরকে জানান, অশ্লীলতা ছেড়ে ন্যায়ের পথ বেছে নিয়েছেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে অশ্লীল কথাবার্তা এবং নাচ ছেড়ে নিয়মিত ভক্তের গজল শোনানোর আশ্বাস দেন নদী।
এ কথা কিছু ভক্তদের মন জয় করলেও, নিয়মিত সাগর এবং নাচ দেখা ভক্তদের করেছে হতাশ। তার মধ্যেই কিছু লোক তার ইউটিউব চ্যানেল ডিজেবল করায় তিনি বলেন, আমি ভালো হতে চাইলেও মানুষ তা হতে দেবে না। তাই এখন থেকে গজল না গেয়ে নিজের নিজের সবটুকু দেখানের চেষ্টা করবো। এবং সুযোগ পেলে লিংক বের করতেও দ্বিধাবোধ করবো না!
প্রতিবেদকঃ ফাহিম মাহবুব
একটি মন্তব্য পোস্ট করুন