অশ্লীল রিপ্লে দেওয়াতে যাত্রাবাড়ীতে সালমান মুক্তাদির কে গণধোলাই


 সালমান মুক্তাদির। ইউটিউবার হিসেবে পরিচিত হলেও সে মূলত একজন বৈদ্যুতিক যুবক। সে নিজেকে ক্যুল ড্যুড স্যাভেজ হিসেবে আত্মপ্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। বর্তমানে তার একটাই কাজ সেটা হলো তার পোস্টে করা মানুষের কমেন্টে আজেবাজে রিপ্লাই দেয়া। সে আবার এই কাজটাকে স্যাভেজ কাজ বলে দাবি করে। 

গত শুক্রবার যাত্রাবাড়ী নিবাসী সাকিব আজাদ নামক এক যুবক তার একটি ছবিতে কমেন্ট করে। কমেন্টটি দেখার পর সালমান মুক্তাদির অশালীন ভাষায় রিপ্লাই দেয়। এতে সাকিব আজাদ ক্ষিপ্ত হয়ে সে তার ভাই ব্রাদার সংগঠিত করে এর একটা ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে আজ সকাল ১০ টায় যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডের সামনে সালমান মুক্তাদিরকে পেয়ে সবাই মিলে গনধোলাই দেয়। এসময় তার মুখ থেকে একটা বাক্যই শোনা যায় 'আমি কি করসি আমি কি করসি?' 

যদিও ঘটনার সত্যতা পাওয়া যায়নি। এই বিষয়ে সঠিক অনুসন্ধান কার্যক্রম বিদ্যমান।


প্রতিবেদকঃ আরফিন আরিফ

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন