বান্ধবীদের কাছে পেলে সবাই চায় তাদের সাথে ঘুরাঘুরি, আড্ডা এবং একসাথে বাহিরে কোথাও গিয়ে খাওয়া ধাওয়া করতে। ফারিয়ার বেলায়ও সে রকমটি হয়েছিল, সে তার চারজন কাছের বান্ধবীর সাথে রেস্টুরেন্টে গিয়েছিলো।
অতঃপর তারা পাঁচজন মিলে এক প্লেট বিরিয়ানি অর্ডার করেন ৫০ টাকা দরের। বিরিয়ানির বিল নিয়ে তাদের মধ্যে কথা হয়, এক জনে ১০ টাকা করে পাঁচ জনে ৫০ টাকা দিবে।
কিন্তু খাওয়া শেষে ফারিয়া টাকা দিতে না করেন। এর কারণে পাঁচজন জন মিলে রেস্টুরেন্টে অনেক ঝগড়া শুরু করেন। এখানেই শেষ না! এই ঘটনা নিয়ে তারা হাতাহাতি এবং চুল টানাটানি মধ্যে চলে গিয়েছিল।
অতঃপর রেস্টুরেন্টের ম্যানেজার চল্লিশ টাকা রেখে বাকী দশ টাকার জন্য ফারিয়াকে দিয়ে প্লেট/বাটি পরিস্কার করিয়ে বিরিয়ানির বিল পরিশোধ করেন।
প্রতিবেদক: ফাহিম মাহবুব
একটি মন্তব্য পোস্ট করুন