ঘুমকে কতোটা ভালোবাসলে ঘুম নিয়ে তৈরি হয় গান
তা নিশ্চয়ই কল্পনা করেছেন, বেশ কিছুদিন আগে ঘুম ভালোবাসি গান গেয়ে হৈচৈ ফেলে দিয়ে ছিলেন নোয়াখালী শহরে!
সেই গান শুনে তরুন সমাজ হারিয়ে যায় ঘুমের শহরে।
একা হারালে কোন সমস্যা ছিলো না,কিন্তু তারা হারায় জোড়া জোড়ায়।
এমনিতেই সমজ ভাই খুব ঘুম প্রিয় মানুষ।যেখানে যান সেখানেই ঘুমান। এবার তিনি ঘুমালেন ব্যতিক্রম একটা জায়গায় সেটা হলো পাবলিক টয়লেটে। তিনি ঘুমিয়ে থাকেন অনেক টা সময়,পরে সিরিয়ালে দাড়িয়ে থাকা জনগনের চিল্লাচিল্লিতে ঘুম ভাঙে তার এবং ঘুম থেকে উঠে তিনি বাহিরে আসেন।
টয়লেটে ঘুমিয়ে পড়ায় এবং সিরিয়ালে দাড়িয়ে থাকা জনগনকে কষ্ট দেয়ায় এতে হুংকার যানান তারা।এবং ভবিষ্যতে যেনো আর এই ধরনের কাজ না করেন তা বলে হুশিয়ার করে দেন।
সিসি প্রতিনিধি জয়নাল!
একটি মন্তব্য পোস্ট করুন