বিয়ে পড়াতে গিয়ে নিজেই বিয়ে করে ফেললো কাজী সাহেব

জীবনে চলার পথে কতো বিচিত্র রকমের ঘটনাইতো আমাদের চোখে পড়ে, এমন কিছু ঘটনা যা নাড়িয়ে দেয় আমাদের বিবেকবোধ
আজ এমনই এক ঘটনার বিস্তারিত বলবো আপনাকে

ঘটনাটা গত শুক্রবারের। গ্রাম সোনাপুর, মতি মিয়ার একমাত্র মেয়ে সাদিয়ার বিয়ে! বড়লোক বাপের একমাত্র মেয়ে হওয়ায় বিরাট ধুমধাম করেই হয় বিয়ের আয়োজন, সবকিছু ব্যাতিক্রমভাবে হওয়ায় মতি মিয়া চেয়েছিলো ঢাকা থেকে কোন কাজী এনে মেয়ের বিয়ে দেবেন

যেই ভাবা সেই কাজ, ঢাকা থেকে আনা হলো কাজী! গুনে গুনে ৪ বিয়ে করা এই কাজীর নাম মোজাম্মেল, মোজাম্মেলের সবচেয়ে বাজে স্বভাব হলো এই বয়সেও সে মেয়ে দেখলে নিজেকে সামলাতে পারেনা! যাইহোক শুরু হলো বিয়ে পড়ানোর পর্ব, বিয়ে পড়ানো শেষে কাজী সাহেব আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্য করে বলেন -"সম্মানিত অতিথি, আমি এবং আমার স্ত্রী সাদিয়া আজ বিয়ে করে নিলাম সবাই দোয়া করবেন"

কাজীর এমন বক্তব্য শুনে সবাই অবাক, পরে জানা যায় কনে সাদিয়াকে তার ভালো লেগে যাওয়ায় কাবিননামায় ইচ্ছে করেই নিজের নাম লিখেছে মোজাম্মেল! এই ঘটনায় ক্ষুদ্ধ সাদিয়ার বাবা, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে সব মেনে নিয়েছেন তিনি! এমন লম্পট কাজীদের ফাসির দাবীতে সবাইকে প্রতিবাদের আহবান জানাচ্ছি আমরা সিসি সমাজ!

প্রতিবেদক: সাকিব আজাদ

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন