Top News

শশুড় বাড়িতে খাবারের শুরুতে প্লেটে ডাল না দেওয়াতে নতুন বউকে ডিভোর্স - জামাই সিলোটি



দুটি মন একত্রে করার জন্য বিয়ে করানো হয়! আর বিয়ের পরে শশুড় বাড়িতে গিয়ে জামাই আদর পাওয়া বাংগালী রেওয়াজ! একেক জেলায় একেকরকম রেওয়াজ থাকলেও সিলেট জেলার রেওয়াজ শশুড়বাড়িতে আপ্যায়ন,ভোজ, বা দাওয়াতে খাবারের শুরুতে ডাল দিয়ে প্লেট ভরানো! এমন ভিত্তিতে গত শনিবার সিলেটের ছেলে রবিউল বিয়ে করেন নোয়াখালীর মেয়ে রোজিনা কে!
রবিউল শশুড় বাড়িতে বেড়াতে গেলে খাবারের সময় ডাল না থাকাতে শশুড় বাড়ির সবার সাথে বোকাচুদার মতো আচরন করতে থাকে! এক পর্যায়ে বউয়ের গায়ে হাত তুললে বউয়ের বাপ চাচারা রবিউল কে জুতাপেটে করে! যার কারনে রবিউল ও রোজিনার সংসারে দেখা দেয় ফাটল! তাই আপনাদের বলে দেই সিলেটের ছেলেদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার সময় ১০০বার ভাববেন প্লিজ!

প্রতিবেদক: রাসেল ভন্ড


Post a Comment

নবীনতর পূর্বতন