চামড়া ব্যবসায় নেমে পড়লেন জয়া আহসান

অভিনয়ের পাশাপাশি দেশের অন্যতম অভিনেত্রী জয়া আহসান ঝুঁকছেন গরুর চামড়া ব্যবসার দিকে। গরুর ব্যবসা বাদ দিয়ে গরুর চামড়ার ব্যবসায় নামেন এই অভিনেত্রী।

অন্যান্য চামড়া ব্যবসায়ীর তালিকায় এইবার নাম লেখিয়ে ফেলেছেন এই নায়িকা। চলচ্চিত্রের পাশাপাশি কোরবানের ঈদ উপলক্ষে এই ব্যবসা করতে নামেন তিনি।

আজ ঈদের নামাজের পর তার নিজস্ব ভ্যান করে গরুর চামড়া কালেকশন করতে বের হোন তিনি এবং সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মোট ৬৯ টি গরুর চামড়া কালেকশন করেন।

তবে এই বার চামড়ার দাম হঠাৎ কমে যাওয়ায় তিনি কঠিন লোকসান এর সম্মুখীন হতে হয়েছে। সকালের দিকে চামড়ার দাম প্রতি পিস ৫০০-৬০০ করে থাকলেও বিকালের চামড়ার দাম কমে ২০০-৩০০ টাকার দরে চলে আসে।

এই নিয়ে তিনি বলেন, চামড়ার দাম এভাবে কমে গেলে এই ব্যবসায় আমি কখনোই করতাম না। সারা দিন খেটে যখন শুনি চামড়ার দাম এতো কমে চলে এসেছে এইটা আমার জন্য খুবই দুঃখ জনক। তার চেয়ে ভালো ছিলো রাতের বেলা মাথার উপর ফ্যান ঘুরা দেখা।

এছাড়াও জয়া জানিয়েছেন, ছোটবেলা থেকেই তার গরুর চামড়া ব্যবসার প্রতি টান। স্বপ্ন দেখতেন চামড়ার গোডাউন গড়ার। এখন তার সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছিলো কিন্তু শেষ পর্যায়ে সব শেষ। 

এদিকে -জয়া এই ব্যবসায়ী হওয়ার জন্য প্রথমে সাহস দিয়ে ছিলেন তার এক্স রাসেল মাহমুদ!


প্রতিবেদক: -তরিক নাজমুল

Post a Comment

নবীনতর পূর্বতন