জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না ? আমাদের বিয়ের দেনমোহর তিন টাকা’
গত মার্চ মাসে হঠাৎ তিনি তার চতুর্থ বিয়ের খবর জানিয়ে ছিলেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি।
নির্মাতা কামরুজ্জামান রনির সঙ্গে বিয়ের পর পাঁচ মাস কেটে গেলেও পরীমনির স্বামী বা সংসারের কোনো খবর নেই...
হঠাৎ করে পরীমনির চতুর্থ বিয়ের ডিভোর্সের কথা শুনা যায়,
আমরা পরীমনির সাথে কথা বলতে চাইলে তার ফোন বন্ধ পাই,
উপাই না পেয়ে তার স্বামী রনির সাথে যোগাযোগ করে জানতে পারি;
তিনি বলেন পরীমনি সব দিক দিয়ে একজন রূপসী নারী, কিন্তু তার রয়েছে বিরাট এক সমস্যা যা কোনো স্বামী মেনে নিতে পারবে না, আপনারা জানের পরীর এর আগেও আরো তিনটি বিয়ে হয়ে ছিলো, তার ব্যক্তিগত সমস্যার কারণে টিকেনি সেই সম্পর্ক গুলো, আমার সাথেও তাই হয়েছে!
পরীর মনির কি সমস্যা জানতে চাইলে তিনি এক কথায় জবাব দেন ; মাসের প্রায় পঁচিশ দিনই নাকি পরীমনির মাসিক চলে,
প্রতিবেদক: তাহসান মাহমুদ
একটি মন্তব্য পোস্ট করুন