বর্ণবাদ, মানুষ ও একজন কাজী নজরুল!

আজ পৃথিবী অন্ধকারে নিমজ্জিত। মানুষ তার মনুষ্যত্ব থেকে বের হয়ে গেছে। মানুষ বলতে এখন শুধু রক্তে মাংশে গড়া দু পেয়ে একটি স্তন্যপায়ী প্রাণীকেই বুঝায়। মানুষ আজ বর্বরতায় নিমজ্জিত। কতটা অন্ধকারে ডুবে থাকলে মানুষ দেহের রঙ নিয়ে বিভেদ করে হত্যার মতো জঘন্য কান্ড করতে পারে আমার বুঝে আসে না। যুগ যুগ ধরে এই অনাচার চলে আসছে এই পৃথিবীতে। কেউ প্রতিবাদ করেছেন মাঠে কেউবা তার কলম দিয়ে। বর্ণবাদ বা মানুষে মানুষে বিভেদ নিয়ে সবচে বেশী লিখে গেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি তার লেখার প্রায় সবটুকুই লিখেছেন মানুষকে নিয়ে। মানুষের অধিকার নিয়ে। তিনি কোনো শ্রেণী, গোষ্ঠী বা জাতিকে নিয়ে লেখেননি। কলম ছিলো তার প্রতিবাদের অস্ত্র। এই প্রতিবাদের অন্যতম নিদর্শন হলো তাঁর 'সাম্যবাদী ' কাব্য গ্রন্থখানা। এই বইটি পড়লেই বুঝা যায় একজন লেখক তার লেখা দ্বারা মানুষের অধিকার, মানুষের আকাঙ্ক্ষা কিভাবে ফুটিয়ে তুলতে পারে।

সাম্যবাদী বইটি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন!

Post a Comment

নবীনতর পূর্বতন