বর্তমান ফেসবুক ট্রেন্ডের একটা বিরাট অংশ দখল করে আছে ফটো কন্টেস্ট ! যুবক-যুবতী, বিবাহিত -অবিবাহিত সবাই দলবেধে অংশগ্রহণ করছে এই কন্টেস্টে। এমনই এক ফটো কন্টেস্টে অংশগ্রহণ করেছিলো বরিশালের ফাহিম, তার প্রতিপক্ষ ছিলো খুলনার নাদিম! এদিকে নাদিমের ফেসবুক একাউন্ট বন্ধুর সংখ্যা ফাহিমের চেয়ে তুলনামূলক কম, বলাবাহুল্য ফাহিম এটা জানার পর তার আত্মবিশ্বাস আকাশচুম্বী হয়ে গেছিলো!
তবুও ভোটে নিজের অবস্থান পাকাপোক্ত করার জন্য আরো ৫০ টা ফেক আইডি খুলে রাখে ভোট দেয়ার জন্য, ভোটের সময় সারাদিন ধরে ফাহিমের পক্ষে ভোটের সংখ্যা নাদিমের চেয়ে এগিয়ে থাকলেও শেষ সময়ে ঘটে গেলো এক অদ্ভূত ঘটনা। হুড়হুড় করে বাড়তে লাগলো নাদিমের পক্ষে ভোটের সংখ্যা, বিপুল এক ব্যাবধানে এগিয়ে গেলো নাদিমের! এই অদ্ভুত ঘটনা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করে আমাদের রিপোর্টার জয়এনাল যেই রিপোর্ট টা আমাদের কাছে জমা দেয় তাতে ফুটে উঠেছে আরো মজার ঘটনা! নাদিম তার এক মেয়ে ফেক আইডি দিয়ে অনেকদিন ধরেই অসংখ্য ছেলের সাথে চ্যাট করছিলো, শেষমেষ বস্ত্রহীন ছবি দেয়ার নাম করে তাদের থেকে ভোট আদায় করে নেয় নাদিম..
অন্যদিকে এই হারের পর মানসিকভাবে ভেঙ্গে পড়ে ফাহিম, সমাজে-বন্ধুদের কাছে মুখ দেখাতে না পেরে শেষমেষ ১ তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্নহত্যা করলো এই যুবক! তার জন্য রইলো আমাদের গভীর শোক..
লেখাঃ সাকিব আজাদ
😂😂🤣😃
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন