করনা ভাইরাস মোকাবেলায় পুরো জাতি যেখানে হতভম্ব তখনই ঘটে যাচ্ছে বাহ্মনবাড়িয়া যতসব কাকতাড়ুয়া ঘটনার ছড়াছড়ি। যাহ্ যথারীতি জাতিকে অবাক করে দেওয়ার মত । বাহ্মনবাড়িয়া মৎস্যকন্যার খোঁজ পেলো এলাকাবাসী। এই ঘটনার জের ধরে আনন্দে উৎসবে মেতেছে ব্রাহ্মণবাড়িয়ার শিশু থেকে শুরু করে সব শ্রেণীর মানুষরাই । কিছু কিছু এলাকায় মিষ্টি বিতরণ ও দেখা যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান তাহসান মাহমুদ জানান মৎস্যকন্যার লালা থেকে করনা ভ্যাকসিন তৈরি করা সম্ভব। এর জন্য প্রয়োজন সরকারের অনুদান, এই দাবি করেছেন এলাকা বাসিন্দারাও। মৎস্যকন্যার প্রজনন বৃদ্ধি করার জন্য এলাকাবাসীর কঠোর ভূমিকা পালন করেছেন। আবার কিছু কিছু মানুষের মুখে শুনাযায় মৎস্যকন্যার জন্য বিখ্যাত হবেন বাহ্মনবাড়িয়া। দেশের অর্থনীতি চাঙ্গা করতে মৎস্যকন্যার প্রজনন বৃদ্ধ অনেক সহযোগিতা করবেন বলে জানান এলাকার পাতি মাস্তানরা। এই নিয়ে কোনো গ্রুপিং সৃষ্টি করলে কঠোর আইনি ব্যবস্থা নিবেন বাহ্মনবাড়িয়া প্রধান মন্ত্রী কিং জং উন।
বাহ্মনবাড়িয়ায় মৎস্যকন্যার খোঁজ পেলো এলাকাবাসী
Fahim Mahbub
0
একটি মন্তব্য পোস্ট করুন