ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, মেয়েরা ঈদের জন্য নিজেকে গুছিয়ে নিতে চাঁদ রাত থেকে নিজেকে প্রস্তুত করায় ব্যস্ত হয়ে পড়েন!
ছেলেরা তো গান বাজনা বাজিয়ে দুই এক ফোঁটা পিনিক নিয়ে ঘুমিয়ে পড়ে,
কিন্তু এবার ঘটলো ভিন্ন এক ঘটনা,
রংপুরের কুঁড়িগ্রামের দুই বন্ধু ফাহিম ও রাকিব কে কোথাও না পেয়ে খুঁজতে শুরু করেন,
একটা সময় গোয়াল ঘর থেকে মানুষের আওয়াজ আসলে লোকজন গোয়াল ঘরে উঁকি দিয়ে দেখতে পায় ফাহিম ও রাকিব মেহেদি কে লাগাচ্ছে,
সঙ্গে সঙ্গে দুই পশুর হাত থেকে মেহেদিকে বাঁচিয়ে তুলে রাকিবের পরিবারের লোক জনেরা!
এবং ফাহিম ও রাকিব কে সিসির আওতায় তুলে দেন৷
ছেলেরা তো গান বাজনা বাজিয়ে দুই এক ফোঁটা পিনিক নিয়ে ঘুমিয়ে পড়ে,
কিন্তু এবার ঘটলো ভিন্ন এক ঘটনা,
রংপুরের কুঁড়িগ্রামের দুই বন্ধু ফাহিম ও রাকিব কে কোথাও না পেয়ে খুঁজতে শুরু করেন,
একটা সময় গোয়াল ঘর থেকে মানুষের আওয়াজ আসলে লোকজন গোয়াল ঘরে উঁকি দিয়ে দেখতে পায় ফাহিম ও রাকিব মেহেদি কে লাগাচ্ছে,
সঙ্গে সঙ্গে দুই পশুর হাত থেকে মেহেদিকে বাঁচিয়ে তুলে রাকিবের পরিবারের লোক জনেরা!
এবং ফাহিম ও রাকিব কে সিসির আওতায় তুলে দেন৷
আমি শিহরিত
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন