হুমায়রা সুবাহ
নাসিরের এক্স গার্লফ্রেন্ড ২০১৮ জুড়েআলোচনায়
ছিলেন..
দুই বছরেও সেই রেষ কাটেনি..
কখনো রঙ বেরঙের ছবি প্রকাশ করে, আবার স্ট্যাটাস
দিয়েখবরের শিরোনামে নাম লেখান তিনি।
এবারও তেমন কিছুনিয়ে আলোচনায়।
সম্প্রতি নিজের ফেসবুকে যেন লিংক প্রেমিদের জন্য
সুখবর দিলেন সুবাহ।
যেখানে তিনি লিখেছেন,
আগামীকার রাত এগারো টায় সিসিতে লাইভে এসে
আমাদের লিংক নিলামে তোলা হবে৷
নিলামের সম্পুর্ন টাকা দিয়ে মোমবাতি কিনে সিসির জানোয়ারদের পিছে ভরে দিবেন বলে জানিয়েছেন তিনি৷
একটি মন্তব্য পোস্ট করুন