প্যানথারের প্যাকেটে রাজা দেয়ায় ফার্মেসির দোকানিকে মারধোর!

নিজস্ব সংবাদদাতা,
আজ সকালে বাড্ডার এক ফার্মেসিতে কনডম কিনতে যান জুয়েল। দোকানির কাছে প্যানথারে চাইলে সে প্যানথারের প্যাকেটে রাজা কনডম ভরে তাকে দেন। এরপর বাসায় গিয়ে বিশেষ সময়ে সেটি খুলে প্যাকেটে রাজা আবিষ্কার করেন। এরপর ফার্মেসিতে এসে বিষয়টি মালিককে বললে সে বিতর্ক শুরু করে। এক পর্যায়ে জুয়েল তার সাথে মারামারিরে লিপ্ত হয়ে পড়েন। এতে আহত হয়েছেন দোকানি।

Post a Comment

নবীনতর পূর্বতন